
শরীয়তপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী নাহিম রাজ্জাক এমপি তার নিজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। রোববার সকালে তিনি তার নেতাকর্মীদের নিয়ে ভোট কেন্দ্রে যান। শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিজয়ের মাসে সকলের মনেই একটি বিজয়ের আমেজ থাকে। জাতি আবারো মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিয়েই বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা প্রতিককে জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি। বিগত ১০ বছরে আওয়ামীলীগের তথা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সবদিক থেকেই একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। তাই আমার বিশ্বাস এদেশের জনগণ এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় জয়যুক্ত করবে ইনশা-আল্লাহ। এই ঠান্ডার মধ্যেও এলাকাবাসী ভোট কেন্দ্রে এসেছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাই এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই সব দলের অংশগ্রহণের মধ্য দিয়েই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হোক এবং আমি চাই এবারের নির্বাচনে নৌকা মার্কাই বিজয়ী হোক। এ আসনে মোট ভোটার ২৫৫২৯৫ (দুই লাখ পঞ্চান্ন হাজার দুইশ পঁচানব্বই)। কেন্দ্রের সংখ্যা ১০০টি।