
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে এবং স্বাধীনতার বিরোধী শক্তিকে ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছেন। বুধবার (০১ জানুয়ারী) বেলা ১১টায় ডামুড্যার নিজ বাড়িতে ডামুড্যাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তৃতীয় বারের মতো ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই মতবিনিময়ের আয়োজন করেন এমপি নাহিম রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন।
নাহিম রাজ্জাক তার এলাকার জনগণ, প্রশাসন, সাংবাদিক, তৃণমূল নেতাকর্মী ও সমর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এদের সহযোগিতা না পেলে আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারতাম না। তাই আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ।
নাহিম রাজ্জাক তার বক্তব্যের শুরুতে উপস্থিত সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ বিজয় আওয়ামীলীগের, এ বিজয় আমাদের সকলের। বিগত দশ বছরের উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার লক্ষ্যে গণমানুষের নেত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এনে দিয়েছে। এ বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আমরা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছি। আমরা উন্নয়ন, অগ্রগতি, ঐক্য, শান্তি ও আগামীর স্বপ্নের কথা বলেছি। ঐক্যমতের ভিত্তিতে আমরা আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো ইনশা-আল্লাহ।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম সামসুদ্দিন, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম সামুদ্দিন, রশিদ গোলন্দাজ, ডামুড্যা পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, জেলা পরিষদ সদস্য মনছুর আজাদ শামীম, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, ছয়গাও ইউপি চেয়ারম্যান মামুন মীর, কনেশ^র ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, আনোয়ার মাল, চৌধুরী জাহাঙ্গীর আলম, মনিমুন হক মিন্টু শিকদার, আব্দুল গনি মাদবর, আলমগীর মোল্যা, আব্দুর রশিদ, এমদাদুল হক ইনু বেপারী প্রমূখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।