
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা পরিদর্শণ করলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শুক্রবার ২৫ অক্টোবর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এ বিজ্ঞান মেলার আয়োজন করেন। বিজ্ঞান মেলায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক আবিষ্কার সাজিয়ে বিভিন্ন স্টলে বিভক্ত হয়ে বসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভোজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক বেপারী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।