
২০০৫ সালের ১৭ আগষ্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের ইন্ধনে দেশব্যাপী ৬৩ জেলার ৪৩৪ টি স্থানে সিরিজ বোমা বিস্ফোরন করেছিল এর বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১ টার সময় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২০০৫ সালের ১৭ আগষ্টের সিরিজ বোমা বিস্ফোরনের বিরুদ্ধে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক মাল।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদ মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, আঃ রব খান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, মিহির চক্রবর্তী, দপ্তর সম্পাদক শাহ আলম সরদার, সদস্য জুলহাস বেপারী, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক আবু জাফর শেখ, কৃষক লীগের সাধারন সম্পাদক রফিক হাওলাদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার, যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জল মালত, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক দেলোয়ার হোসেন আকন, সাবেক ছাত্রনেতা অলড্রিন।
এ সময় উপস্থিত ছিলেন মোক্তারের চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাচান মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সেকান্দার আলম রিন্টু, মোঃ মাদবর, আওয়ামী লীগ নেতা মহসিন দেওয়ান, রশিদ ছৈয়াল সহ নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, ২০০৫ সালের ১৭ আগষ্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারে ইন্ধনে দেশব্যাপী ৬৩ জেলায় ৪৩৪ টি স্থানে এক সাথে সিরিজ বোমা বিস্ফোরন ঘটিয়েছিল তাদরে বিচার দাবী করে বক্তব্য রাখেন।