Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শাখাওয়াৎ ছবির ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

শাখাওয়াৎ ছবির ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ উদিচী শিল্পি গোষ্ঠী নড়িয়া সংসদের সাবেক সভাপতি ও নড়িয়া বার্তা’র প্রতিষ্ঠাতা শাখাওয়াৎ ইবনে হাবিব (ছবি)-র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডি এম বরকত আলী মুরাদ, সহ সভাপতি নুরে আলম জিকু, সাধারণ সম্পাদক সেকান্দার আলম রিন্টু, প্রচার সম্পাদক আঃ সালাম মৃধা প্রমুখ।
প্রসঙ্গত ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টা ৪০ মিনিটে ৪৯ বৎসর বয়সে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের প্রেমতলা গ্রামের হাবিবুল্লাহ্ মাষ্টার ও সুফিয়া বেগমের ছোট ছেলে শাখাওয়াত ইবনে হাবিব (ছবি)। মৃত্যুর সময় স্ত্রী, ছেলে-মেয়ে, মা-বাবা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।