
দৈনিক নয়া দিগন্ত এর শরীয়তপুর জেলা সংবাদদাতা বোরহান উদ্দিন রাব্বানির মাতা রিজিয়া বেগম রবিবার রাত ৯ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বাদ জোহর জানাজা শেষে নশাসন মালতকান্দি গ্রামের মসজিদের কবরস্থানে ছোট ছেলের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি, নাতনি, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শরীয়তপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়িার সাংবাদিকগণ, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের লোকজন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।