Sunday 11th May 2025
Sunday 11th May 2025

নড়িয়ায় পরিস্কার পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‌্যালী

নড়িয়ায় পরিস্কার পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‌্যালী

নিজের আশপাশ পরিষ্কার রাখি পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা গড়ি শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) কর্তৃক আয়োজিত সকাল ১০টায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন এলাকা গড়নের নিমিত্তে নড়িয়া পৌর শহরের ১নং ওয়ার্ডের প্রেমতলা গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।
নুসার পরিষ্কার পরিচ্ছন্নতা কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার তানিয়া খালেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নুসার ভাইস চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার ছৈয়াল।
এ সময় উপস্থিত ছিলেন নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু, সমন্বয়কারী ও ভোকাল পার্সন মোঃ মনির হোসেন, কর্মসুচি সংগঠক মোঃ শহিদুল ইসলাম।
এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে র‌্যালিতে অংশগ্রহণ করে র‌্যালিটি বিশাল আকারে রূপ নেয়।