
শরীয়তপুর সদর থেকে পদ্মাসেতু পর্যন্ত চারলেন সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্থ্যদের এল.এ চেক বিতরন করা হয়েছে। ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শরীয়তপুর জেলা সদর – জাজিরা -নাওডোবা ( পদ্মা ব্রীজ এপ্রোচ) সড়ক উন্নয়ন প্রকল্পে প্রত্যাশী সংস্থার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১২টি এল.এ চেক বিতরণ করেন জনাব মোঃ সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) শরীয়তপুর।
এসময় জেলাপ্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব খান সালমান হাবীব ও উপস্থিত ছিলেন।
এসময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত চেক গ্রহণকারীগণ কোন ধরনের হয়রানি ও দালালচক্র ছাড়া চেক পাওয়ায় জেলাপ্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।