Friday 9th May 2025
Friday 9th May 2025

সখিপুর থানার দলিল লেখক সমিতির সভাপতি আক্তার , সম্পাদক রাজন 

সখিপুর থানার দলিল লেখক সমিতির সভাপতি আক্তার , সম্পাদক রাজন 

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানা শাখার সাব-রেজিস্ট্রি অফিস ( ক্যাম্প) দলিল লেখক সমিতির পরিচালনা কমিটি ঘোষণা করা  হয়েছে। সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য মাহাবুবুর রহমান আক্তার সরকার সভাপতি ও আবু তাহের রাজন মুন্সি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে  ২৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন দলিল লেখক নুরে আলম সিদ্দিক এসময় সঞ্চালনায় ছিলেন আবু তাহের রাজন মুন্সী।

অনুষ্ঠিতব্য কমিটিতে সভাপতি মাহাবুবুর রহমান আক্তার সরকার ও সাধারণ সম্পাদক আবু তাহের রাজন মুন্সিকে ঘোষণা করা হয়। এতে অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা আমজাদ হোসেন বেপারী, মিজানুর রহমান (চান মিয়া) আ: জব্বার রাড়ী।

সিনিয়র সহ-সভাপতি নুরে আলম সিদ্দিক, সহ-সভাপতি বিল্লাল হোসেন মাঝি, হুমায়ুন পাইক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামসুদ্দিন হাওলাদার, আজহারুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বালা, জামাল মালত, অর্থ সম্পাদক শামসুল আলম সবুজ সরদার, দপ্তর-সম্পাদক আব্দুল বাতেন সিকদার, প্রচার-সম্পাদক রাকিবুল হাসান সাদ্দাম, সম্মানিত সদস্য হাবিবুর রহমান গাজী, ইউনুস মাঝি। সদস্য ইমাম হোসেন জুয়েল, মইনুল ইসলাম শাহ আলম, হাসান বকাউল, আব্দুস সালাম মুন্সী, মোঃ খলিলুর রহমান, বাবুল দুর্গা ও হান্নান বেপারী।

নবনির্বাচিত সভাপতি মাহাবুবুর রহমান আক্তার সরকার ও সম্পাদক আবু তাহের রাজন মুন্সী বলেন, আমরা সকল দলিল লেখক এক হয়ে সাধারণ মানুষকে সম্ভব সব রকম সুবিধা প্রদানের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে চাই। সংগঠন পরিচালনার জন্য কারো প্রতি প্রতিহিংসা নয়, সকল দলিল লেখক আমরা এক হয়ে কাজ করে যাব।

উল্লেখ্য:শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘব, জনগণের সময়, অর্থ সাশ্রয়, নিরাপদ ভাবে জমি ক্রয়-বিক্রয় এবং অন্যান্য দলিলাদি রেজিস্ট্রেশনের সুবিধার্থে সখিপুর থানায় একটি সাব-রেজিস্ট্রি অফিস (ক্যাম্প অফিস) স্থাপনের জন্য  (ডিও লেটার ) দেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। তার প্রেক্ষিতে গত ২৩ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শফিউল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  সখিপুর থানায় একটি সাব-রেজিস্ট্রি অফিস (ক্যাম্প অফিস) স্থাপনের অনুমোদন পান সখিপুর বাসী।