
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ এবং কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়ার কাছে, ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্র ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে, ভারতের আগরতলা থেকে ২৬ কিলোমিটার এবং কুমিল্লা থেকে ৬৮ কিলোমিটার উত্তরে, গভীরতা ১০ কিলোমিটার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে পোস্ট করেছেন।