Sunday 11th May 2025
Sunday 11th May 2025

নড়িয়ায় মিনা দিবস পালন

নড়িয়ায় মিনা দিবস পালন

“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” প্রতিপাদ্য শ্লোগান নিয়ে মিনা দিবস ও মিড ডে মিল উপলক্ষে সোমবার সকাল ১০ টায় নড়িয়া উপজেলা চত্তরে নড়িয়া উপজেলা শিক্ষা অফিস আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন।
নড়িয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিজাননুর রহমান, কাজী সানোয়ার হোসেন, মো মজিবুর রহমান, মো আল মজাহিদ দিপু।
মিনা দিবস ও মিড ডে মিল এ যে সকল বিদ্যালয় অংশ গ্রহণ করেন, নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোনসিং বি বি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব নড়িয়া সরকারি বিদ্যালয়, কলুকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবারুন কিন্ডার গার্টেন ও হাজী ফজলুল হক কিন্ডার গার্টেন।
আলোচনা শেষে শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক ছাবিহা খানম, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, গুরু দাস প্রমুখ।