Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে ৯৮ পূজামণ্ডপে ৬৫২ জন আনসার সদস্য মোতায়েন

শরীয়তপুরে ৯৮ পূজামণ্ডপে ৬৫২ জন আনসার সদস্য মোতায়েন
শরীয়তপুরে ৯৮ পূজামণ্ডপে ৬৫২ জন আনসার সদস্য মোতায়েন

ষষ্ঠী পূজোর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা। অন্যান্য জেলার ন্যায় শরীয়তপুর ছয়টি উপজেলার ৯৮ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত এ উৎসব। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে ৬৫২ জন আনসার-ভিডিপি সদস্য। এদের মধ্যে পিসি ৩২ জন এপিসি ৯৮ জন পুরুষ ৩২৬ জন মহিলা ১৯৬ জন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ডেন্ট মোঃ মইনুল ইসলাম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একে এম আমিনুল হক মহোদয়ের দিকনির্দেশনায় (১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর ছয়টি উপজেলার ৯৮ টি পূজা পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৩২ টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ ৪২টি সাধারণ ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

এ সময় তিনি আরো জানান, শরীয়তপুর জেলায় যেকোনো আপদকালীনের জন্য ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।