
শরীয়তপুর জেলা তথ্য অফিসের অফিস কর্তৃক ২৪ ডিসেম্বর রোববার সকাল ১০টায় শরীয়তপুর যুবউন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন।
উক্ত আলোচনা ও মত বিনিময় সভায় জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুর ও শ্যামল কৃষ্ণ মালাকার, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, এয়াড়া যুবউন্নয়ন অধিদপ্তর, প্রশিক্ষক, উদ্যোক্তাগণ, স্থানীয় নেতৃবৃন্দ,স্থানীয় সুধীজন সহ বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময় সভার শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তরা বলেন যে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা (ডেমোগ্রাফিকডিভিডেন্ট) আমাদের কাজে লাগাতে হবে। বর্তমানে বাংলাদেশে বয়স্ক ও শিশুর চেয়ে কর্মক্ষম জনসংখ্যা (১৫-৬০বছর) বেশি। এাঁ বাংলাদেশের উন্নয়নের জন্য সোনালী সুযোগ। তাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে শিক্ষা, দীক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। এইজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, গোষ্ঠী ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গস্খহণ করে বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু ররহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট, উন্নতসমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের প্রত্যেকের এগিয়ে আসতে হবে এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।