
শরীয়তপুরের ডামুড্যা থেকে দুই কেজি পাঁচশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে ডিবি পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডামুড্যা উপজেলার চরমালগাঁও কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ডামুড্যা উপজেলার চরমালগাঁও কান্দি গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে শাহ্ জাহান হাওলাদার (৪৮) ও সদর উপজেলার চর কাশাভোগ গ্রামের ছাত্তার সরদারের ছেলে মো. মনির হোসেন সরদার (৩৭)।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে ডামুড্যা চরমালগাঁও কান্দি এলাকা থেকে শাহ্ জাহান ও মনিরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুই কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।