Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুর-মাদারীপুর র‌্যাবের অভিযানে ৮৭ জেলে আটক

শরীয়তপুর-মাদারীপুর র‌্যাবের অভিযানে ৮৭ জেলে আটক

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার, জেলা মৎস্য কর্মকর্তা শরীয়তপুর ও জেলা প্রশাসন শরীয়তপুর এর যৌথ অভিযানে ১৫ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সকাল ৮ টা ৩০ মিনিট হতে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন পদ্মা নদী হতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ৭৯ জন জেলে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে ২০০ কেজি মা ইলিশ ও ৫ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত ৪ টি স্পিডবোট উদ্ধার করা হয়। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি), জাজিরা, শরীয়তপুর, বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেক জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতে উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপর দিকে, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, জেলা মৎস্য কর্মকর্তা মাদারীপুর ও জেলা প্রশাসন মাদারীপুর এর যৌথ অভিযানে একই দিনে আনুমানিক বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাদারীপুর জেলার শিবচর থানাধীন পদ্মা নদী হতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ৮ জন জেলেকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে ১০০ কেজি মা ইলিশ, ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১ টি মাছ ধরা নৌকা উদ্ধার করা হয়। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আল নোমান, সহকারী কমিশনার (ভূমি), শিবচর, মাদারীপুর, বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেক ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতে উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।