Friday 9th May 2025
Friday 9th May 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হতে পারলেন না শরীয়তপুরের তন্নি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হতে পারলেন না শরীয়তপুরের তন্নি!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হতে পারলেন না শরীয়তপুরের তন্নি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় প্রাণ কেরে নিলো শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের তন্নির।
তন্নি (১৯) ভেদরগঞ্জ উপজেলার রামভ্রপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ লতিফ মাঝির মেয়ে। তিনি এ বছর ভেদরগঞ্জ সরকারি এম রেজা কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
জানা গেছে ২৪ নভেম্বর রোববার বিকেলে ভাইয়ের সাথে মোটর সাইকেল যোগে শিক্ষার্থী সনদ নিয়ে সত্যায়িত করতে যাচ্ছিল। এসময় ভেদরগঞ্জ উপজেলা সদরের পদ্মা জেনারেল হাসপাতাল সামনে মোটর সাইকেল থেকে তন্নির হাত থেকে কাগজ পত্র পরে যায়। তন্নি তার মূল্যবান বাগজ তুলতে গেলে পিছন থেকে একটি ইঞ্জিন চালিত নসিমন এসে তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তন্নি মারা যান। এঘটনায় এলাকায় শোক নেমে আসে।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত তন্নি নিহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া রয়েছে।