Friday 9th May 2025
Friday 9th May 2025

স্বাস্থ্যবিধি অমান্য করা শরীয়তপুরে ১১ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করা শরীয়তপুরে ১১ জনকে জরিমানা
স্বাস্থ্যবিধি অমান্য করা শরীয়তপুরে ১১ জনকে জরিমানা

কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১১ জনকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আরোপ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ।

সোমবার ২০ জুলাই বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের নেয় সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোট প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। মানুষকে সচেতনতাসহ দোকান, শপিংমল বিকাল ৭ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। সদর উপজেলার রোভার স্কাউটসের ৫ সদস্যের একটি দল এসব কাজে সহযোগিতা করেন।

এ সময় পারস্পরিক দূরত্ব অন্যূন ৩ ফুট বজায় রাখতে এবং দুপুর ১২ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত পৌরসভার চৌরঙ্গী মোড়, দুবাই প্লাজা মার্কেট, সৌদিয়া মার্কেট ও পালং বাজারে রোভার স্কাউটের একটি চৌকস দল স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করে এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করে। প্রত্যেকদিন এ অভিযান অব্যাহত রাখা হবে।