Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুর জেলা প্রশাসকের ডামুড্যা উপজেলা পরিদর্শন

শরীয়তপুর জেলা প্রশাসকের ডামুড্যা উপজেলা পরিদর্শন
শরীয়তপুর জেলা প্রশাসকের ডামুড্যা উপজেলা পরিদর্শন

শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান বৃহস্পতিবার ১০ ডিসেম্বর বেলা ১২ টায় ডামুড্যা উপজেলা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান দুপুর ১২ টায় প্রথমে ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়ন পরিষদ এবং দারুল আমান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে দারুল আমান ইউনিয়ন পরিষদ চত্বরে দুইটি গাছের চারা রোপণ করেন। যাত্রাপথে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধীনে গৃহহীন এবং ভূমিহীনদের জন্য নির্মিতব্য ঘর নির্মাণ কাজ পরিদর্শনকালে দুজন সুবিধাভোগীর সাথে সরাসরি কথা বলেন এবং ঘরের নির্মাণ কাজ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

সবশেষে তিনি ডামুড্যা উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ৪০ জন সুবিধাভোগীদের মাঝে ব্যবসা উপকরণ এবং মূলধন বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং উপজেলা শিশুপার্কে একটি ফলদ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল মুঈদ, সহকারী কমিশনার (ভূমি) ডামুড্যা ফজলে এলাহী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ।