Friday 9th May 2025
Friday 9th May 2025

উন্নয়নের জোয়ারে তাক লাগিয়ে দেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

উন্নয়নের জোয়ারে তাক লাগিয়ে দেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সুবিধার সবকিছু পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে সে লক্ষ্যে কাজ আরম্ভ হয়েছে, আগামী পাঁচ বছর উন্নয়নের জোয়ারে তাক লাগিয়ে দেওয়া হবে।
মন্ত্রী গতকাল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় স্থানীয় জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে স্থান করে নিবে।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুসংকর চন্দ্র আচার্য, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহরাব আলী, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।