
শরীয়তপুর পৌরসভার পৌর শ্মশান নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার পৌর এলাকার কোটাপাড়া কীর্তিনাশা নদীর তীরে শ্মশান নির্মাণ কাজের উদ্বোধন করেন শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল। ওই স্থানে ৪০ শতাংশ জায়গার উপর শ্মশানটি নির্মাণ করা হবে।
শ্মশান নির্মাণ করার জন্য পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। তার অংশ হিসেবে সীমান প্রাচীর, মন্দির ঘর ও শ্মশানে মরদেহ দাহ করার চুল্লি নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়। বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মানিক ব্যনার্জি, সাবেক সভাপতি শ্যম সুন্দর দেবনাথ, পালং হরিসভার সহসভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক শংকর প্রসাদ চৌধুরী , পৌরসভা কাউন্সিলর আলমগীর হোসেন, পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সহসভাপতি অনিক ঘটক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোবিন্দ দত্ত ও যুগ্ম সাধারন সম্পাদক পলাশ লোধ রায়।