Friday 9th May 2025
Friday 9th May 2025
সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে

শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। ২রা জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়।
র‌্যালীটি শরীয়তপুর শহীদ মিনার হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। তিনি বলেন, আমাদের সকলকে মানুষের মতো মানুষ হতে হবে। আর সেই ভালো মানুষ হয়ে সমাজের কাজ করতে হবে। সমাজের অসহায়, দুস্থ ও গরীবদের জন্য সাহায্যের হাতকে প্রসারিত করাই সমাজসেবা। আর সেই কাজটিই সরকার সমাজসেবার মাধ্যমে করে থাকে।
জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ কামাল হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আল মামুন শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী ও শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডক্টর মুনির আহমেদ।
এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজি:) মোঃ উজ্জল মুন্সির উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয় অফিসার মোহাম্মদ এনামুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, বিডি ক্লিন শরীয়তপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট মাসুদুর রহমান ও শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
২০১৯-২০ অর্থবছরের সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতা পাচ্ছেন ৭৯ লক্ষ ২৫ হাজার মানুষ। জনপ্রতি মাসিক ৫০০ টাকা বয়স্ক ভাতা পাবেন ৪৪ লক্ষ জন, বিধবা স্বামী নিগৃহীতা ভাতা পাবেন ১৭ লক্ষ জন, প্রতিবন্ধী শিশু জনপ্রতি মাসিক ৭৫০-১৩০০ টাকা হারে পাচ্ছে, শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করে, এতিমখানাতে প্রতিপালিত এক লক্ষ এতিম শিশু পাবে ক্যাপিটেশন গ্রান্ট ৫০ হাজার টাকা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেওয়া হবে, বিশেষ ভাতা ৫০০ টাকা হারে ভাতা পাবেন, ২ হাজার ৬০০ হিজড়া, ২৫ হাজার ৯০০ জন বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী ও ১২০০ জন হিজড়া শিশু পাবেন বিশেষ উপবৃত্তি।
সবশেষে সমাজসেবা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের ৫ জন ক্যান্সার রোগীর মধ্যে ৫০ হাজার টাকার চেক হাতে তুলে দেন।