
শরীয়তপুরে নতুন করে আরো ৩০ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৯৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩, নড়িয়ায় ১৫, ভেদরগঞ্জে ০৩ ও গোসাইরহাট উপজেলায় ০১ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ৩৮২ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১০ জন।
এ পর্যন্ত জেলায় সন্দেহভাজন নমুনা পরীক্ষা হয়েেছ ৫ হাজার ৪৪৩ জনের। শরীয়তপুর সিভিল র্সাজন ডা. আব্দুল্লাহ আল মুরাদ ০৫ জুলাই রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত রোগীদরে মধ্যে শরীয়তপুর সদরে ১৭, জাজিরায় ০২, নড়িয়ায় ০৪, ভেদরগঞ্জে ০৪ ও ডামুড্যা উপজেলায় ০৩ জনসহ জেলায় কোভডি-১৯ পজিটিভ মোট ৩০ জন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় মোট আক্রান্ত ২৩৫ জন ও সুস্থ ৬৯ জন। জাজিরা উপজেলায় মোট আক্রান্ত ৮৯ জন, সুস্থ ৫৭ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় মোট আক্রান্ত ১১২ জন, সুস্থ ৮৬ জন ও মৃত ৩ জন। ভেদরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ১০১ জন, সুস্থ ৭১ জন ও মৃত্যু ১ জন। ডামুড্যা উপজেলায় মোট আক্রান্ত ৬৬ জন, সুস্থ ৪৬ জন ও মৃত ১ জন। গোসাইরহাট উপজেলায় মোট আক্রান্ত ৯৫ জন, সুস্থ ৫৩ জন।