শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

চাঁদা না পেয়ে শরীয়তপুরে হামলার শিকার বৃদ্ধ কৃষক পরিবার

চাঁদা না পেয়ে শরীয়তপুরে হামলার শিকার বৃদ্ধ কৃষক পরিবার

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চররোসুন্ধি গ্রামে জমি ও পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধ কৃষকসহ তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় সদর উপজেলা যুবদল নেতা ও তার সন্ত্রাসীরা। অভিযোগটি ওঠে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চররোসুন্ধি গ্রামের হাজী আবুল হোসেন তালুকদার এর ছেলে নজরুল তালুকদার(৩৫), মৃত সবর আলী মাতবরের ছেলে আবুল খায়ের মাতবর(৪০), আ: রব তালুকদারের ছেলে শাহাদাত তালুকদার(২৮), ইউসুফ তালুকদারের ছেলে সবুজ তালুকদার(২৫), মৃত আ: আজিজ তালুকদারের ছেলে মিনহাজউদ্দিন তালুকদার(৬০), মৃত সেকান্দার তালুকদারের ছেলে সিরাজ তালুকদার(৪০) ও মিনহাজউদ্দিন তালুকদারের ছেলে মামুন তালুকদার(৩২)গংদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে চররোসুন্ধি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চররোসুন্ধি গ্রামের মো: মিজানুর রহমানের পিতা আব্দুল খালেক ঢালী(৭৫) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল খালেক ঢালীর ছেলে শাহিন ঢালী(২০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল খালেক ঢালীসহ ছেলে মো: মিজানুর রহমান ও শাহিন ঢালী চররোসুন্ধির সাকিনে নিজস্ব জমিতে ড্রেজার দিয়ে মাটি ভরাটের জন্য গেলে চররোসুন্ধি গ্রামের হাজী আবুল হোসেন তালুকদারের ছেলে নজরুল তালুকদার উপরোক্ত কিছু উগ্র লোকজন নিয়ে মাটি ভরাটে বাঁধা দিয়ে ২ লক্ষ টাকা দাবি করে। বাঁধা দেওয়ায় ফলে তর্কাতর্কি হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে নজরুল তালুকদার ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। এ বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী ও তার পরিবার।

আব্দুল খালেক ঢালী বলেন, আমার ছেলেরা চররোসুন্ধির সাকিনে নিজস্ব জমিতে ড্রেজার দিয়ে মাটি ভরাটের জন্য গেলে চররোসুন্ধি গ্রামের হাজী আবুল হোসেন তালুকদারের ছেলে নজরুল তালুকদারের লোকজন ২ লক্ষ টাকা দাবি করে আমাদের এলোপাথাড়ি মারপিট করে ও কুপিয়ে জখম করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এর বিচার চাই।

আব্দুল খালেক ঢালীর ছেলে মো: মিজানুর রহমান বলেন, আমাদের জমিতে আমরা ড্রেজার দিয়ে মাটি ভরাট করছি। নজরুল তালুকদার ও তার লোকজন ২ লক্ষ টাকা চাদা দাবী করে আমার বৃদ্ধ পিতা ও ইউনিভার্সিটি পড়ুয়া ছোট ভাই শাহিন ঢালীকে মেরে ফেলার জন্য এলোপাথাড়ি মারধর ও মাথায় আঘাত করে। এ বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ করেছি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর শাস্তি হতে পারে।

এ বিষয়ে নজরুল তালুকদার ও তার লোকজনের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

পালং মডেল থানা ওসি আসলামউদ্দিনকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রুদ্রকর ইউনিয়নে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্তের আলোকে রিপোর্ট দেওয়া হবে।


error: Content is protected !!