
শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ৪২ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৪২ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ২৭ জনকে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার ১৩ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন ৪২ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ২২ জন, জাজিরা উপজেলার ০৩ জন, নড়িয়া উপজেলায় নাই, ভেদরগঞ্জ উপজেলার ০৭ জন, ডামুড্যা উপজেলার ০৫ জন ও গোসাইরহাট উপজেলার ০৫ জন।
জেলায় নতুন সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে সদর উপজেলার ২২ জন ও ভেদরগঞ্জ উপজেলার ০৫ জন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ৮৩ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুন ৯২ জনসহ মোট ৬ হাজার ৯৮১ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৫২৮ জন, জাজিরায় ১৪৬ জন, নড়িয়ায় ১৯৬ জন, ভেদরগঞ্জে ১৬০ জন, ডামুড্যায় ১৪৪ জন ও গোসাইরহাটে ১৬৮ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৩৪২ জন।
১৩ আগস্ট পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৪১৯ জন, জাজিরায় ১০৬ জন, নড়িয়ায় ১৭১ জন, ভেদরগঞ্জে ১৩২ জন, ডামুড্যায় ১২৫ জন ও গোসাইরহাটে ১৩০ জন। মোট সুস্থ ১০৮৩ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২৪৭ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০২ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৬ জন, ভেদরগঞ্জে ০২ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১২ জন।