সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শনে ডিআইজি হাবিবুর রহমান

শরীয়তপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শনে ডিআইজি হাবিবুর রহমান

বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ৯ টায় শরীয়তপুর পুলিশ লাইন্স রিজার্ভ অফিস পরিদর্শণ করেন এবং পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্যারেড সহ পুলিশ ব্যারাক, যানবাহন শাখা, অস্ত্রাগার, রেশন স্টোর ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শণ করেন।

পরিদর্শণকালে ডিআইজি হাবিবুর রহমান’কে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ড. মনিরুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


error: Content is protected !!