শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শরীয়তপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শরীয়তপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমিটির ব্যানারে বুধবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে শরীয়তপুর-ঢাকা সড়কে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযেদ্ধা জানে আমল মুন্সি, বীর মুক্তিযেদ্ধা আনিসউদ্দিন শেখ, বীর মুক্তিযেদ্ধা আব্দুল আজিজ শিকদার, বীর মুক্তিযেদ্ধা আবু বকর, বীর মুক্তিযেদ্ধা আবুল হোসেন খান, বীর মুক্তিযেদ্ধা সিরাজুল ইসলাম ইউনুস, বীর মুক্তিযেদ্ধা মাহবুবুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান শাহ আলম ও রাসেল।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মান্ধ উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়ায় বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস দেখিয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত মানে রাষ্ট্রের উপর আঘাত। এর মাধ্যমে তারা বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করেছে। আমরা শরীয়তপুরের মুক্তিযোদ্ধারা এই দুস্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে ভবিষ্যতে কেউ জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার দূঃসাহস না দেখায়।


error: Content is protected !!