সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

জাজিরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

জাজিরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

শরীয়তপুরের জাজিরায় “মুজিববর্ষের আহব্বান, দক্ষ হয়ে বিদেশ যান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় জাজিরা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূইয়া-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার জি এম নুরুল হক, মাষ্টার আব্দুর রাজ্জাক, মাষ্টার ইব্রাহিম মিয়া, শরীয়তপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর যুগ্ম আহব্বায়ক মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাক জাজিরা শাখা ব্যবস্থাপক ইমাম হাসান, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম জাজিরা শাখা ফিল্ড অর্গানাইজার উম্মে হাবিবা, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনীধী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও ভুক্তভোগী বিদেশ ফিরত প্রবাসী প্রমূখ।

এ সময় বক্তারা প্রাবাসীদের সমস্যা ও সমস্যার সমাধানকল্পে সরকারের গৃহীত নানান পদক্ষেপের কথার বিসদ আলোচনা করেন। সেই সাথে ভূক্তভোগীদের বিভিন্ন তিক্ত বাস্তবতার চিত্র তুলে ধরেন প্রবাসীরা।


error: Content is protected !!