Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে প্রতিবন্ধীদের সেবা প্রদানে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুরে প্রতিবন্ধীদের সেবা প্রদানে পুলিশ সুপারের মতবিনিময়
শরীয়তপুরে প্রতিবন্ধীদের সেবা প্রদানে পুলিশ সুপারের মতবিনিময়

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। শরীয়তপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জেলার সকল থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রমে স্থানীয়ভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা প্রদানে বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থাকে সম্পৃক্তকরণের বিষয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর বেলা ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয়ভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের এ সেবা প্রদানের বিষয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কামাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফয়জুল বারি, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. রওশন আরাসহ জেলা পুলিশ ও বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ।