Friday 9th May 2025
Friday 9th May 2025

জনকে নৌকা মনোনয়ন দেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শরীয়তপুরে আনন্দ মিছিল

জনকে নৌকা মনোনয়ন দেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শরীয়তপুরে আনন্দ মিছিল
জনকে নৌকা মনোনয়ন দেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শরীয়তপুরে আনন্দ মিছিল

শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জজ কোর্টের এপিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ রহমান জন। জনকে নৌকার মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে শরীয়তপুর শহরের উত্তর বাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর অস্থায়ী কার্যালয়ের সমনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

পারভেজ রহমান জনকে মনোনয়ন দেয়ায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শেখ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফাহাত হোসেন তপু, সহসম্পাদক ওমর ফারুক পাংকু, জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আলহাজ্ব ফরিদ শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।