মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
এসডিএস’র আয়োজনে

‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন: প্রেক্ষিত শরীয়তপুর’ শীর্ষক আলোচনা সভা

‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন: প্রেক্ষিত শরীয়তপুর’ শীর্ষক আলোচনা সভা

শরীয়তপুরে ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন: প্রেক্ষিত শরীয়তপুর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এসডিএস’র আয়োজনে মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০ টায় এসডিএস’র প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। সভায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভূমিহীন ও গৃহহীনদের নিয়ে যে ব্যাপক উদ্যোগ নিয়েছে, পৃথিবীর ইতিহাসে এটি বিরল। পদ্মানদী ভাঙ্গনে শরীয়তপুরে যারা ভূমিহীন ও গৃহহীন হয়েছে, তাদের অভিবাসনে সরকার, প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ২৮০ টি ভূমিহীনদের তালিকা নিয়ে কাজ করছে। এ ভূমিহীনদের নানামুখী সমস্যারোধে প্রশ্ন ও সমাধানকল্পে সকলকে এগিয়ে আসার আহবান জানান এই জেলা প্রশাসক। এরপর তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, এসডিএস’র প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মাদবর ও নির্বাহী চেয়ারম্যান রাবেয়া খাতুন।

এছাড়া শরীয়তপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, কেদারপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সানাউল্লাহ, সাংবাদিক আবুল হোসেন, এসএম মজিবুর রহমান, সত্যজিৎ ঘোষ, নুরুল আমিন রবিন ও বিএম ইশ্রাফিল প্রমুখ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!