
শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-এর যৌথ উদ্যোগে দেশব্যাপী (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে পালং বাজারে ভ্রাম্যমান মুরগী, ডিম, দুধ ও মাংস বিক্রয় কেন্দ্র চালু হয়েছে।
গত ৮ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. সুবোধ কুমার পোদ্দার ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা তরুন কুমার-এর ব্যবস্থাপনায় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)’র সহযোগিতায় এবং সদর উপজেলা পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন-এর আব্দুস সামাদ বেপারীর বাস্তবায়নে এ ভ্রাম্যমান মুরগী, ডিম, দুধ ও মাংস বিক্রয় কেন্দ্র চালু হয়।
ভ্রাম্যমাণ এ বিক্রয় কেন্দ্রে ডিম-এর হালি বিক্রয় হচ্ছে ২৬ টাকা যেখানে বাজারে যার বিক্রয়মূল্য ২৮ টাকা, ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রয় হচ্ছে ১৩০ টাকা, যেখানে বাজারে কেজি প্রতি বিক্রয় হচ্ছে ১৫০ টাকা এবং লেয়ার অর্থাৎ কক মুরগি বিক্রয় হচ্ছে ২৩০ টাকা, যেখানে বাজারে বিক্রয় হচ্ছে ২৫০ টাকা।