
পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর পুলিশ লাইন্সের খাবারের মেস পরিদর্শণ করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে অফিসার-ফোর্সদের খাবারের মেস পরিদর্শণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ লাইন্সে সকল অফিসার-ফোর্সদের খাবারের জন্য মেস ম্যানেজারকে বাজার থেকে সবসময় তরতাজা শাক-শবজি, মাছ মাংস ইত্যাদি ভালো মানের খাবার সরবরাহ ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার সরবরাহ করার জন্য নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ লাইন্স পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ সোলায়মান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।