
শরীয়তপুরে শ্রমজীবী মানুষের মাঝে ৩য় দিনের মতো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। রবিবার (২৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজের সামনে শ্রমজীবী মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
‘শৈশব’ ও ‘তারুণ্য’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় খাবারগুলো বিতরণ করে শরীয়তপুর জেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর।
এটি একটি ‘শাণিত শরীয়তপুর’ উদ্যোগ। জনসেবার এই উদ্যোগ অব্যাহত থাকবে।