
শরীয়তপুরে তামাকের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে মহাপরিচালক স্বাস্থ্য অধিদফতর ও শরীয়তপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শরীয়তপুর সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ আব্দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালন মোঃ কামাল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সোবাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা অক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহিনুর ইসলাম, শিক্ষক আলমগীর হোসেন, এসডিএসএর পরিচালক কামরুল ইসলাম বাদল, জেলা তথ্য অধিদপ্তরের প্রতিনিধি মফিজুল ইসলাম, জেলা মাদক অধিদপ্তরের কর্মকর্তা শিবনাথ শাহা, ইসলামিক ফাইন্ডেশনের প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন। প্রোজেক্টরের মাধ্যমে অনুষ্ঠারে বিষয়বস্তুু তুলে ধরেন শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহীনুর নাজিয়া, অনুষ্ঠানের উপস্থাপনা করেন স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান । এ সময় চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক এনজিও কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে বক্তারা বলেন, প্রত্যক্ষ বা পরক্ষভাবে ৪৩ ভাগ মানুষ তামাক (ধূমপান) করেন। সম্ভাব্য ক্ষতি সম্পর্কে জেনেও চিকিৎসকরা তামাক সেবন করেন। চিকিৎসকদের তামাক থেকে বিরত থাকতে হবে। শুধু চিকিৎসকই নয়, সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের তামাকের ক্ষতি সম্পর্কে অবহিত করতে হবে। তাহলেই দেশের মানুষ ক্যান্সারসহ বিভিন্ন মারাক্তক রোগ থেকে বেঁচে যাবে।