
শরীয়তপুরে অভিবাসন প্রত্যাশীদের সাথে সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টার সোশ্যাল ইসলামি ব্যাংক লিঃ শরীয়তপুর শাখা কার্যালয়ের উদ্যোগে শরীয়তপুরের মাকশাহার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিবাসন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ মহিবুল কাদিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান রেমিট্যান্স কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন।
বিশেষ অতিথি শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার ও শরীয়তপুর শাখা ব্যাবস্থাপক সরদার তরিকুল ইসলাম প্রমুখ।
সোশ্যাল ইসলামি ব্যাংক এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রিয়জনের পাঠানো রেমিট্যান্স গ্রহণ করুন। দ্রুত ও নিরাপদে ২.৫০ % বোনাস প্রদান। স্লোগান নিয়ে প্রবাসী গ্রাহক সেবা-২০২২ উপলক্ষে এসআইবিএল রেমিট্যান্স ক্যাম্পেইন ৪ ডিসেম্বর ১৮ ডিসেম্বও পর্যন্ত চলবে।
বিনিয়োগ গ্রহন ১% মুনাফা হৃাস। পুনর্বাসন অর্থায়ন। রেমিট্যান্স দিয়ে সঞ্চয়ী হিসাব খুললেই অতিরিক্ত মুনাফা প্রদান।
বিমান টিকেট সহ অনেক সুবিধা দেওয়া হয়।