
উপানুষ্ঠানিক আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুপারভাইজাররা এক বছরের বকেয়া বেতন ও বিদ্যালয়ের ভাড়া পরিশোধের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছেন।
সোমবার ১২ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি ও অবস্থান ধর্মঘট করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে বিভিন্ন উপানুষ্ঠানিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক ও ২৩ জন সুপার ভাইজার অংশ গ্রহণ করেন।
এসময় সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, সারা দেশে মোট ৬১ টি জেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে শরীয়তপুর সহ ৩ টি জেলায় বাদ দিয়ে ৫৮ টি জেলায় বেতন ভাতা হয়ে গিয়েছে। আমাদের বেতন নিয়ে নয়ছয় কেন্ করা হচ্ছে তা জানি না। আমরা নিজেদের টাকা দিয়ে প্রতিষ্ঠান গুলো চালাচ্ছি। তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে প্রেরন করা ও ভবিষ্যতে রিপোর্ট প্রদানে জটিলতা সৃষ্টি না করা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আমলে না নিয়ে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। আগামী তিন কার্যদিবসের মধ্য আমাদের দাবি না মেনে নিলে শরীয়তপুরের ৫ টি উপজেলায় ৩৫০ জন শিক্ষক ২৩ জন সুপারভাইজার ও ঘর মালিকরা সকলেই ঐক্য হয়ে কঠোরভাবে মানববন্ধন ও ধর্মটের ডাক দেয়া হবে।
মানববন্ধন চলাকালে শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী শরীফুল হাসান আলোচনার মাধ্যমে তাদের দাবি আদায়ের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী তুলে নেন।
শরীয়তপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী-পরিচালক নিখিল চন্দ্র কর্মকার বলেন, তাদের প্রজেক্টের নিয়ম অনুযায়ী প্রতি ৬ মাস অন্তরে বেতন দেয়া হয়। এখনো মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়নি তাই তাদের বেতন দেয়া সম্ভব হয়নি। উপজেলা ও জেলা পর্যায়ের ভেরিফিকেশন কমিটি মন্ত্রণালয়ে পাঠানোর পর যাচাই বাচাই করে বেতনভাতাসহ অন্যান্য বকেয়া দেয়া হবে। সার্প এনজিওর কর্মকর্তাদের সাথে বিষটি নিয়ে আলোচনা করে মুল্যায়ন রিপোর্ট জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হবে। আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে।
#