মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

সাবেক পুলিশের আইজিপি শহীদুল হক শরীয়তপুরে ৫৫০ পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন 

সাবেক পুলিশের আইজিপি শহীদুল হক শরীয়তপুরে ৫৫০ পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন 

“ঈদ সকলের মধ্যে বয়ে আনুক আনন্দ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বরে ৫৫০ অসহায় পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন সাবেক পুলিশের আইজিপি ও মজিদ জরিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শহীদুল হক পিপিএম, বিপিএম।

বৃহস্পতিবার ২০ এপ্রিল শহীদুল হক-এর নিজস্ব উদ্যোগে তার নিজ বাড়িতে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সাবেক সভানেত্রী ও মজিদ জরিনা ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য শামসুন্নাহার, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন, ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক বেপারী, মজিদ জরিনা ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য ইমরান বেপারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময়ে সাবেক আইজিপি শহিদুল হক জানান, প্রতিবছরের ঈদ-উল-ফিতর-এর ন্যায় এবারও আমি গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে শাড়ি লুঙ্গি বিতরণ করেছি। এছাড়াও নগদ অর্থ দিয়েছি। এ বিতরণের ধারা সবসময় অভ্যাহত থাকবে।


error: Content is protected !!