Friday 9th May 2025
Friday 9th May 2025

ডেঙ্গু প্রতিরোধে আমরা শরীয়তপুর টি.টি.সি সাথে চাই সচেতন প্রতিবেশি

ডেঙ্গু প্রতিরোধে আমরা শরীয়তপুর টি.টি.সি সাথে চাই সচেতন প্রতিবেশি

শরীয়তপুর কারিগরী প্রশিক্ষণ (টি,টি,সি) কেন্দ্রে রবিবার ৬ আগষ্ট দুপুর ১২টায় সময় অফিস চত্বরে ডেঙ্গু প্রতিরোধে আমরা শরীয়তপুর টি, টি, সি সাথে চাই সচেতন প্রতিবেশি এ প্রতিপাদ্যকে সমনে রেখে আমাদের বিভিন্ন, টেড্রের, ছাত্র/ছাত্রী ও অফিস কর্মকতা ও কর্মচারীদের নিয়ে পরিস্কার পরিচ্ছিন করে ডেঙ্গু মুক্ত প্রতিরোধে অফিস চত্বর সহ ও প্রতিবেশিকে সচেতনতার লক্ষ্যে র ্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত ডেঙ্গু মুক্ত প্রতিরোধে অনুষ্ঠানে, শরীয়তপুর কারিগড়ি প্রশিক্ষন (টি,টি,সি)কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শরীয়তপুর যুব উন্নয়নের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেন, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক জনাবা রাফিয়া ইকবাল, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, ও জনপ্রতিনিধি, ছাড়া সচেতন নাগরিক, বিভিন্ন প্রকল্পের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।