
শরীয়তপুরে লীড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচী পরিচালনা বিষয়ক স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় গেঞ্জি ও ক্যাপ পরিধান করে বর্ণিল সাজে এক বর্ণাঢ্য র্যালি শরীয়তপুর শিল্পকলা একাডেমী হতে শুরু করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ৯ টায় পৌরসভা চত্ত্বরে এসে শেষ হয়।
শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে সকাল ১০ টায় ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠানের উদ্বোধন করেন, শরীয়তপুর সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
ইসলামী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএএমএলসিও আবু রেজা মোঃ ইয়াহিয়া এর সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক শরীয়তপুর শাখা কর্মকর্তা মো: আমিনুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বরিশাল জোনের জোনাল প্রধান ও এসভিপি মো: আব্দুস সালাম।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: লোকমান হোসেন, সোনালী ব্যাংক শরীয়তপুর জেলা সদর শাখা ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান, অগ্রনী ব্যাংক লিমিটেড জোন প্রধান এমএম সেলিম আহাম্মেদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড আঞ্চলিক প্রধান শংকর কুমার পাল, বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল জোনের উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
দুপুর ১২ টায় আর্থিক শিক্ষা বিষয়ক ভিডিও প্রদর্শন অনুষ্ঠান এবং দুপুর সাড়ে ১২ টায় পুরস্কার বিতরণ করা হয়।
শরীয়তপুর জেলায় কার্যরত সকল তফসিল ব্যাংকসমূহ গুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, পুবালী ব্যাংক লিমিটেড, ইমলামী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, অগ্রনী ব্যাংক লিমিটেড, সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইএফআইসি ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, ইউসিবিএল লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর জেলা উপজেলার শাখাগুলো শরীয়তপুরের স্কুল, কলেজ, মাদরাসাগুলো থেকে- পালং উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সরকারি গোলাম হায়দার মহিলা কলেজ, শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডোমসার জগতচন্দ্র ইনিস্টিটিউট ও কলেজ, তুলাসার সরকারি উচ্চ বিদ্যালয়, রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়, কালেক্টর পাবলিক উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর ইসলামীয়া কামিল মাদরাসা, আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়, শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয়, মানিক নগর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ ডুবদিয়া আ: রাজ্জাক হাই স্কুল ও কলেজ, বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয়, নড়িয়া বিহারিলাল মডেল উচ্চ বিদ্যালয়, চাকধো উচ্চ বিদ্যালয়, হাজী ফজলুল হক কিন্ডার গার্টেন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল ও কলেজ, ভেজেশ^র উপাসি মহা বিদ্যালয়, ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল এবং নারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন করে অংশগ্রহণ করেন।