Friday 9th May 2025
Friday 9th May 2025

ভেদরগঞ্জে বেওয়ারিশ হয়ে যাচ্ছে সরকারি সম্পদ

ভেদরগঞ্জে বেওয়ারিশ হয়ে যাচ্ছে সরকারি সম্পদ

ভেদরগঞ্জে সরকারি সম্পত্তি লঞ্জ টার্মীনাল এখন বেওয়ারিশ হয়ে গেছে। এই টার্মীনালটি যেন দেখার কেউ নেই। দীর্ঘ দিন ধরে পড়ে আছে বেহাল অবস্থায়। অথচ টার্মীনালটি পড়ে আছে পৌর মেয়রের বাড়ির সামনেই। এতে করে ভোগান্তিতে পড়ছে নৌ-পথের বিভিন্ন যান। স্থানীয় জনগণ জানায় এটা সরকারি প্রতিনিধিদের নিজস্ব অবহেলার কারনেই পড়ে আছে।
কথায় বলে সরকারি মাল পঁচে গেলেও ধরতে নেই। ধরলেই জেল না হয় জরিমানা। তেমনি এখানে ঘটে চলছে দীর্ঘদিন ধরে। দূর থেকে দেখা যায় জিনিসটা পুঁটিমাছের মতো। তবে সেটা কি আর পুঁটিমাছ কাছে আসলে বলা চলে লক্ষাদিক টাকার সরঞ্জাম। তবে দেখার যেন কেউ নেই। সরঞ্জামটি ছিল লঞ্চ টার্মিনাল সেটি এখন বেওয়ারিশ হয়ে গিয়েছে।
একজন ট্রলার মালিক আব্দুল মজিদ বেপারীসহ ট্রলার শ্রমিকরা জানায়, এখান দিয়ে দীর্ঘদিন এই টার্মীনালটি এমনভাবে পড়ে আছে আমাদের ট্রলার কেন ছোট নৌকা যাওয়াও অসম্ভব হয়ে পড়েছে। আর এই বাজারের ব্যবসায়ীদের জন্য দূর্ভোগ এবং ক্ষতি স্বাধন সহ আমাদের কাজ করে পেট বাঁচাতে অসম্ভব হয়ে পড়ছে। তাই স্থানীয় সরকারের কাছে এ টার্মীনালটি সরিয়ে নেয়ার জন্য আবেদন জানায় ট্রলার মালিক ও শ্রমিকরা।