
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে মানববন্ধন করেছে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা ১১টায় শরীয়তপুর বাস স্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চোকিদার, সাধারণ সম্পাদক আলী আজ্জম মাদবর, কার্যকরি সভাপতি মোক্তার হোসেন, মাইক্রোবাস চালক সমিতির সভাপতি মোসলেম আকন, সাধারণ সম্পাদক মো. আলী সহ সংগঠনের নেতাকর্মীগণ।
মানববন্ধন থেকে সংগঠনের সভাপতি ফারুক চোকিদার বলেন, গত ১৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কিছু কালো আইন পাশ হয়েছে। আমরা চাই এ আইনের কিছু ধারা পরিবর্তণ করে সংশোধন করা হোক। যারা এ আইন প্রনয়ন করেছে তারা পরিবহন আইন সম্পর্কে অজ্ঞ। যারা পরিবহন আইন বোঝেন তাদের সমন্বয়ে সংসদে সড়ক পরিবহন আইন সংশোধন করার জন্য সড়ক পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে প্রধান মন্ত্রীর কাছে আবেদন করছি।