Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে নৌকায়় ভোট চাইলেন ইকবাল হোসেন অপুর স্ত্রী

শরীয়তপুরে নৌকায়় ভোট চাইলেন ইকবাল হোসেন অপুর স্ত্রী

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিভিন্ন এলাকা ঘুরে নৌকায় ভোট চাইছেন আওয়়ামীলীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু মিয়়ার স্ত্রী নিলুফার হোসেইন নাহিদ।
প্রতিক পাওয়়ার পর থেকেই শরীয়তপুর-১ পালং-জাজিরার বিভিন্ন এলাকা ঘুরে স্বামী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীতনৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু মিয়াকে বিপুল ভোটে বিজয়়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।
এর অংশ হিসেবে গত মঙ্গলবার বিকালে জেলা শহরের পালং স্কুল সংলগ্ন জেলা যুবলীগ নেতা কামরুজ্জান স্বপন খানের বাড়িতে উঠান বৈঠক করেন।
এসময়় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে নিলুফার হোসেইন নাহিদ বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারেরমতো প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ইকবাল হোসেন অপু মিয়াকে নৌকায় ভোট দিয়ে় বিজয়ী করবেন। আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং ধাকবো ইনশাআল্লাহ ।
জেলা যুবলীগ নেতা কামরুজ্জান স্বপন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিলুফার হোসেইন নাহিদ। এসময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ফেন্সী বেগম, সালমা আক্তার, রেবেকা শিল্পী, ইসরাত জাহান শশী প্রমুখ।