
শরীয়তপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সন্ত্রাস ও মাদক বিরোধী র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
“মাদককে না বলুন, সন্ত্রাসমুক্ত শরীয়তপুর গড়ুন” এই শ্লোগানে সন্ত্রাস ও মাদকমুক্ত শান্তিময় শরীয়তপুর গড়ার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ এই র্যালী ও সমাবেশে আয়োজন করে।
র্যালী ও সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারি, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন সরদার, জেলা যুবলীগ নেতা বিপ্লব হোসেন নিপু মিয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ফাহাদ হোসেন তপু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শরীফুল ইসলাম বাবু, শরীয়তপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, শরীয়তপুর পৌরসভার ৪নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোয়াজ্জেম ঢালী, জেলা ছাত্রলীগ নেতা রাকিব বেপারী, জাহাঙ্গীর চৌকিদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদ সিকদার, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক রাকিব সহ শরীয়তপুর জেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |