
শরীয়তপুরে গ্রাহক-ব্যাংকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই গ্রাহক-ব্যাংকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের আওতাধীন শরীয়তপুর জেলায় এসএমই ঋণ বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভার লীড ব্যাংক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আইএফআইসি ব্যাংক লিঃ শরীয়তপুর শাখা।
আইএফআইসি ব্যাংক শরীয়তপুর শাখার ব্যাবস্থাপক মো. আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার এসএমই এন্ড স্পেশাল প্রোগাম বিভাগের যুগ্ন-পরিচালক মো. ফারুক।
সভায় স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংক লিঃ শরীয়তপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক এইচ.এম. ইদ্রিস।
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার স্বপন কুমার বিশ্বাস বলেন, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে ব্যাংকিং খাত বিশেষ ভূমিকা রাখছে। ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দিয়ে উদ্যোক্তা তৈরী করছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে উদ্যোক্তারা প্রতিষ্ঠত হচ্ছে এবং তাদের দ্বারা বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরও বেশি করে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এভাবে ব্যাংকগুলো তাদের সেবার মান বাড়িয়ে প্রান্তিক জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। তাই উদ্যোক্তাদের ব্যাংকে আসতে হবে এবং ব্যাংকের সাথে যোগাযোগ রাখতে হবে। ব্যাংক উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য বসে আছে।
এ সময় অন্যান্যের মধ্যে শরীয়তপুর চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার, শরীয়তপুর চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম বেপারী, শরীয়তপুর সোনালী ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, স্যোসাল ইসলামী ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শাহাজাদা পারভেজ, পুবালী ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর শাখা ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান, উত্তরা ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ হেল বাকী, জনতা ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক সাঈদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক এর শাখা ব্যাবস্থাপক মো. আশরাফ হোসেন, রূপালী ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক মো. হামিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক মো. আলম হাকিম, ব্র্যাক ব্যাংক লিঃ (শরীয়তপুর এসএমই শাখা) সি.আর.ও মো. মুরশিদুর রহমান, কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিত্যানন্দ বসু, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুধাংশু কুমার দাস সহ বিভিন্ন গ্রাহকরা উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংক লিঃ, শরীয়তপুর শাখার এ্যাসিসটেন্ট অফিসার মো. হাফিজুর রহমান সুজনের উপস্থাপনায় পবিত্র কোরান তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করা ও কিভাবে নারী উদ্যোক্তাদের সহ সহজ শর্তে আরও এসএমই ঋণ দেওয়া যায় সে বিষয়ে বিভিন্ন গ্রাহকরাও তাদের গুরুত্বপুর্ণ মতামত পেশ করেন। সকলের মাঝে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।