
শরীয়তপুর সদর উপজেলার কাগদী গ্রামে শরীয়তপুর কাগদী দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে একটি ভবন নির্মানে অনিয়মের অভিযোগে নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ।
মাদ্রাসার ক্লাস রুমের জন্য চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মান করার জন্য কাজটি উদ্বোধন করা হয় জানুয়ারী মাসে। এ ভবনটির কাজ আগামী জুন মাসে শেষ করার কথা ছিলো কিন্তু কাজের শুরুতেই ধরা পড়ে অনিয়মের চিত্র। গত ২০ এপ্রিল ভেঙ্গে পড়ে নির্মাণাধীন ভবনের একটি সট কলম। এতে এই চারতলা ফাউন্ডেশনের ভবনটি কতটা মজবুত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। স্থানীয়দের অভিযোগ এই ভবনটির কাজে ব্যাপক অনিয়ম করে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান এনবি কনস্ট্রাকশন।
এবিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ বলেন, এই ভবনটি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কাজ সম্পন্ন করার কথা ছিলো। কিন্তু এ ভবনটি নির্মাণ শুরু করার কয়েক দিনের মধ্যেই একটি সট কলম ভেঙ্গে পড়েছে। তাই আপাতত কাজ বন্ধ থাকবে। নির্মান সামগ্রী নমুনা নিয়ে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে কেনো কলম ভেঙ্গে পড়েছে। পরীক্ষা নিরিক্ষার পর কাজ শুরু করা হবে।