
শরীয়তপুরে ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে শরীয়তপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
জেলায় মোট জনসংখ্যার মধ্যে ১ লক্ষ ৬৩ হাজার ৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৬শ ৭৭ টি স্থানে এ ক্যাম্প বসবে। এতে ৩ হাজার ৭৩৯ কর্মী থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান, শরীয়তপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, ডা. সৈয়দা শহীনূর নাজিয়াসহ জেলার ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।