Friday 9th May 2025
Friday 9th May 2025

জাজিরার মুলনায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার মাদবর চিরনিদ্রায় শায়িত

জাজিরার মুলনায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার মাদবর চিরনিদ্রায় শায়িত
জাজিরার মুলনায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার মাদবর চিরনিদ্রায় শায়িত

শরীয়তপুরের জাজিরার উপজেলার মুলনা ইউনিয়নের কৃতিসন্তান, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাদবর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন। রবিবার তাকে রাস্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন করা হয়। মৃতকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন।

তাঁর জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ কমিটির সদস্য সৈয়দ হেমায়েত হোসেন, অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সেনাবাহিনী ও পুলিশের একটি দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।