
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা কেএম জামিল হোসেন (জামিল কবিরাজ) শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত হয়েছে। শুক্রবার (৭ জুন, ২০১৯) শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম (ভিপি সালাম) ও সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম ওই পত্র তুলে দেন জামিল কবিরাজের হাতে। এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, হুমায়ুন কবির সোহাগ, মালেক হোসেন অপু, প্রচার সম্পাদক রোমান আকন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর চৌকিদার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক আজাহার খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সবুজ, এম এ সালাম সরদার প্রমূখ।