সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে গণধর্ষণ মামলায় দু’জনের ফাঁসি

শরীয়তপুরে গণধর্ষণ মামলায় দু’জনের ফাঁসি
শরীয়তপুরে গণধর্ষণ মামলায় দু’জনের ফাঁসি

গণধর্ষণ মামলায় শরীয়তপুরে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুন) দুপুর ১২টায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আ. সালাম খান আসামিদের অনুপস্থিতিতে এ আদেশ দেন।
দ-প্রাপ্ত আসামিরা হলেন- শরীতপুরের জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের মৃত ওবায়দুল বেপারীর ছেলে সুজন বেপারী (২৮) ও একই গ্রামের রহমান বেপারীর ছেলে শামীম বেপারী (২৬)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা হজরত আলী জানান, ২০১৫ সালের ২২ এপ্রিল রাত ১১টার দিকে জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা ওই তরুণীকে মুখ চেপে ঝাপটে ধরে বাঁশঝাড়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ওই তরুণীর স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে জাজিরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে জাজিরা থানা পুলিশ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। মামলার ৩নং আসামি মোবারক বেপারীর ছেলে সুমন বেপারীর (৩৭) সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে খালাস দেন।
অ্যাডভোকেট মির্জা হজরত আলী বলেন, আসামিরা জামিনে বের হয়ে প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। আসামিদের অনুপস্থিতিতে মামলার দুই আসামীর ফাঁসির আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ এ আদেশে সন্তুষ্ট।


error: Content is protected !!