
শরীয়তপুর নড়িয়া উপজেলায় ১৪ টি ইউনিয়ন একটি পৌরসভায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সার ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে রাশনিক সার কৃষি পণ্য ও বিভিন্ন মসজিদ ও মন্দিরে চেক বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার শংকর চন্দ্র বৌদ্যে সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপ-পরিচাল ড. রবীআহ নুর আহমেদ, সভাপতি ফজলুর হক, সম্পাদক হাসানুজ্জামান খোকন, কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।